Ajker Patrika

দুর্গাপুরে সম্মাননা পেলেন চার গুণীজন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ১৬
দুর্গাপুরে সম্মাননা পেলেন চার গুণীজন

নেত্রকোনার দুর্গাপুরে ‘প্রিয় নয়, সত্য যেন হই’ এই প্রতিপাদ্যে জলসিঁড়ির পাঠাগারের বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষে চার গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

গত শুক্রবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি চত্বরে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা। পাঠাগার সম্পাদক দীপক সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার। এছাড়াও আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম, কবি তানভীর জাহান চৌধুরী লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নাই। একটি সুখী-সমৃদ্ধ-শান্তিপূর্ণ জাতি গঠনে আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে প্রতিবারের মতো এ বছর লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, লেখক ও সংবাদব্রতী কাজী আলিম-উজ-জামান, কবিতাব্রতী কুশল ভৌমিক ও সমাজসেবায় অবদানের জন্য বিরিশির ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু এই চারজনকে জলসিঁড়ি সম্মাননা-২০২১ প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ