Ajker Patrika

হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে শিশু মদিনা

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে শিশু মদিনা

প্রতিহিংসার জের ধরে দুর্গাপুরে এক শিশুর শরীরে প্রতিবেশী এক নারী গরম পানি ঢেলে দিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এতে ওই শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদুরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ওই শিশুর নাম মদিনা খাতুন (১০)। সে স্থানীয় এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা চায়নাল হক একজন প্রতিবন্ধী ভিক্ষুক।

শিশুর বাবা চায়নাল হক বলেন, গত মঙ্গলবার বাড়িতে মায়ের সঙ্গে ভাত রান্না করছিল মদিনা। এ সময় ভাতের মাড় সে বাড়ির বাইরে ফেলে দেয়। প্রতিবেশী আশিক (৮) সে সময় তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন কয়েক ফোঁটা ভাতের মাড় আশিকের গায়ে পড়ে। এ ঘটনা নিজের মা আদরী বেগমকে বলে দেয় আশিক। এতে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। এর একদিন পর গত বুধবার দুপুরে প্রতিশোধ নিতে আশিকের মা বাড়িতে পানি গরম করে। ওই গরম পানি নিয়ে মদিনার বাড়িতে যান এবং হঠাৎ পেছন থেকে মদিনার গায়ে ফেলে পালিয়ে যান। পরে মদিনাকে ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে প্রতিবেশী নারী আদরী বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত এ ধরনের ঘটনার খবর শুনিনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত