Ajker Patrika

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূ। আজ সোমবার সকালে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত খাদিজা আক্তার পৌর ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী হাবিব উল্লাহর স্ত্রী। এই ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা-পুলিশ। 

খাদিজার মা মৌসুমি জানায়, ৭ বছর আগে দক্ষিণপাড়া এলাকার হাবিব উল্লাহর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে মেয়ের শাশুড়ি ও স্বামী তাঁকে নির্যাতন করত। প্রায় সময় এসব অত্যাচার সহ্য করতে না পেরে বাসায় চলে আসত খাদিজা। কিছুদিন পর মেয়ের স্বামী এসে আবার নিয়ে যেত। এসব অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। 

ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত