Ajker Patrika

ট্রাকে বালু তোলার সময় দুর্ঘটনা, নিহত ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
ট্রাকে বালু তোলার সময় দুর্ঘটনা, নিহত ১

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকে বালু তোলার কাজে ব্যবহৃত যান উল্টে চালক খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ত্রিনালী এলাকার ১ নম্বর বালু মহালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শামছুউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকে বালু তোলার কাজ করছিলেন খোকন মিয়া। কাজ করার একপর্যায়ে বালু মহালের একটি গর্তে ফেলুডারের চাকা পড়ে গাড়িটি উল্টে যায়। সে সময় চালক খোকনও গাড়ির নিচে চাপা পড়েন। এরপর বালুমহালের কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত