Ajker Patrika

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ডা. আকতার হোসেন বাবু (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) তাঁর মৃত্যু হয়। 

গত ২৪ জানুয়ারি পুঠিয়া উপজেলার নন্দনগাছী সড়কের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ডা. আকতার হোসেন। এর পর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ চিকিৎসকের ভাতিজা মুন্না ইসলাম আগুন জানান, তাঁর চাচা ডা. আকতার হোসেন বাবু গত ২৪ জানুয়ারির দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান। 

আকতার হোসেন বাংলাদেশ প্যারা মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া পুঠিয়া উপজেলার নওপাড়া বাজারে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার মোহাম্মাদপুর গ্রামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত