Ajker Patrika

ঘুষ নিয়ে স্কুলের সভাপতি নিয়োগের সুপারিশ

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ৫৮
Thumbnail image

পানানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগে ঘুষ নিয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ মনসুর রহমান ঘুষের বিনিময়ে ডিও লেটার দিয়েছেন সাম্প্রতিক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান হাবিবকে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পানানগর উচ্চবিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নৌকার বিপক্ষে কাজ করা হাবিবকে সভাপতি না করতে স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী মিলে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে অনুরোধ করেন। কিন্তু এরপরও হাবিবকে সভাপতি করতে সর্বশক্তি প্রয়োগ করেন প্রধান শিক্ষক রাজ্জাক ও সাংসদ মনসুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবু এমদাদুল ইসলাম।

এ বিষয়ে জানতে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাংসদ মনসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেন তাঁর পিএস শফিকুল ইসলাম। তিনি বলেন, স্যার মিটিং ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী মোল্লা, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পানানগর ইউপি আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর সরকার, পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত