১০ ও ১২ নভেম্বর ঢাকা বাদে সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি
কর্মসূচি ঘোষণার আগে বর্তমান সরকারকে ‘পকেটমার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এই পকেটমার সরকার পরপর আবার দুইবার জনগণের পকেট মারল। একবার পকেট কাটছে ডিজেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার পকেট কাটল বাস ভাড়া বাড়িয়ে দিয়ে। এটা পাতানো খেলা।