Ajker Patrika

পোশাকশিল্পে পড়বে নেতিবাচক প্রভাব

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
পোশাকশিল্পে পড়বে নেতিবাচক প্রভাব

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহনকারী যানবাহনের মালিকদের ধর্মঘটের কারণে একরকম অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। এতে পোশাকশিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তৈরি পোশাক খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ৫ হাজার টিইউস কন্টেইনার জাহাজীকরণ সম্ভব হয়নি।

এ বিষয়ে গতকাল বিজিএমইএ সহসভাপতি মো. রাকিবুল আলম আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিনের ধর্মঘটে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ৫ হাজার টিইউস কন্টেইনার জাহাজীকরণ সম্ভব হয়নি। এই সময়ে আমদানি চালানের প্রায় ১০ থেকে ১২ হাজার টিইউস কন্টেইনারের ডেলিভারিও সম্ভব হয়নি। এর ফলে বায়াররা এয়ারশিপমেন্ট ডিসকাউন্টসহ রপ্তানি আদেশ বাতিল করতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

এদিকে বিজিএমইএর অপর একটি সূত্র জানায়, গত ৭ ও ৮ নভেম্বর দুদিনেই প্রায় সাড়ে তিন হাজার টিইউস কন্টেইনার রপ্তানিপণ্য না নিয়েই বন্দর ছেড়ে গেছে ৬টি জাহাজ।

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, গতকাল চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশ্যে কোনো পণ্য জাহাজীকরণ হয়নি।

বন্দর থেকে কোনো কন্টেইনার অফডকে আসেনি। বন্দর থেকে এদিন ৩টি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই ছেড়ে গেছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট মেসার্স তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর ধর্মঘটের কারণে বন্দর থেকে আমাদের বহু পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না।’

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, ‘জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট চলছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইমমুভার বন্দরে প্রবেশ করবে না এবং আমরা কোনো পণ্যবাহী পরিবহন চালাব না।’

চৌধুরী জাফর আহাম্মদ আরও জানান, গতকাল সোমবার রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁদের সংগঠনের নেতাদের বৈঠক আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হচ্ছে। তবে আজ (গতকাল) ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ট্রাক পণ্য ডেলিভারি হয়েছে। তবে কোনো পণ্য রপ্তানির উদ্দেশ্যে জাহাজীকরণ হয়নি। বন্দরের অভ্যন্তরীণ কাজ স্বাভাবিকভাবে চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত