Ajker Patrika

অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে রাজধানীতে চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪: ৩০
অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে রাজধানীতে চলছে অভিযান

দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন মালিকদের দাবির মুখে সরকার বাসের ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ঢাকা মহানগর পুলিশ। 

আজ বুধবার বেলা ১১টায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাসের নেতৃত্বে শাহবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ ভ্রাম্যমাণ আদালত চলছে। 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনাঅভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য বাড়ার কারণে ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা অভিযোগ পাচ্ছিলাম, কিছু পরিবহন ডিজেল চালিত না হয়েও বেশি ভাড়া আদায় করছে। এ ছাড়াও ডিজেল চালিত গণপরিবহনেও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনাসঞ্জিব দাস বলেন, ভাড়া বেশি নেওয়ার অভিযোগের প্রমাণ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অভিযানের প্রথম ঘণ্টায় তিনটি গাড়িকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনাএদিকে একই স্থানে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় ৭ টি বাসকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রুট পারমিট ও গাড়ির ফিটনেস ঠিক না থাকায় দুটি বাসকে ডাম্পিং করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত