নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানের মালিক-শ্রমিকেরা। আজ সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ ঘোষণা দেন।
রাত পৌনে ৮টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর চেয়ারম্যানও অংশ নেন।
বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করবো তাঁদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকেরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে।
ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকেরা ধর্মঘট ডাকেন। গত বুধবার মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়েছে। প্রতিবাদে পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চালানো বন্ধ করে দেন মালিকেরা।
ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন মালিকেরাও যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে গতকাল রোববার বাস ও লঞ্চমালিকদের সঙ্গে পৃথক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানের মালিক-শ্রমিকেরা। আজ সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ ঘোষণা দেন।
রাত পৌনে ৮টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর চেয়ারম্যানও অংশ নেন।
বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করবো তাঁদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকেরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে।
ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকেরা ধর্মঘট ডাকেন। গত বুধবার মধ্যরাত থেকে এ মূল্য কার্যকর হয়েছে। প্রতিবাদে পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান চালানো বন্ধ করে দেন মালিকেরা।
ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন মালিকেরাও যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে গতকাল রোববার বাস ও লঞ্চমালিকদের সঙ্গে পৃথক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে উত্তরার রবীন্দ্র সরোবরে ‘মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত মঞ্চটি সোমবার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের বীজ যেখানে
৩১ মিনিট আগেবিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার শর্তগুলো হলো—যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। সঙ্গে অবশ্যই ফিরতি টিকিট এবং ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ মার্কিন ডলার থাকতে হবে।
৩৩ মিনিট আগেবাংলাদেশে ২৩ আগস্ট সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তত এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো ঢাকা আলোচনার টেবিলে তুলে ধরবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
১ ঘণ্টা আগে‘বিমানবাহিনীর অভ্যন্তরের “র” নেটওয়ার্ক ফাঁস’ শীর্ষক একটি প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ সোমবার (৪ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ওই প্রতিবেদন বাংলাদেশ বিমানবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং এতে যে ধরনের অভিযোগ তোলা হয়েছে,
১ ঘণ্টা আগে