Ajker Patrika

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২২: ৪৯
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে ২৩ আগস্ট সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তত এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো ঢাকা আলোচনার টেবিলে তুলে ধরবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের কাছ থেকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার ও যথাযথ ক্ষতিপূরণের বিষয়গুলো বাংলাদেশ উত্থাপন করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘বাস্তবসম্মত উপায়ে’ এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নির্ধারিত সফরের সময় সবকিছু আলোচনায় থাকবে।

চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, তার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া ও পাকিস্তানের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি আদায়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তৎকালীন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ় ভিত্তি তৈরি করতে এই বিষয়গুলোর সমাধান করা প্রয়োজন।’

চলতি মাসের শেষার্ধে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরে ত্রিপক্ষীয় ব্যবস্থা নিয়ে কথা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা, বেইজিং ও ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেটাও অনানুষ্ঠানিক। কিছু দিন পর আরও একটি বৈঠক হতে পারবে না, বিষয়টি এমন নয়। তবে বাংলাদেশ চায়, এতে সদস্যসংখ্যা বাড়ুক, আরও দু-একটা দেশ আসুক।

চীনের কুনমিংয়ে গত ১৮ জুন তিন দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সপ্তাহে ঢাকায় বলেন, তাঁর দেশ এই ত্রিদেশীয় ব্যবস্থা এগিয়ে নিতে চায়।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৩ ও ২৪ আগস্ট ঢাকা সফরের কথা রয়েছে।

এ সফরে কী বিষয়ে কথা হবে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সব বিষয়, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই আলোচনায় আসবে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। এ সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না। আবার তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখব না, (শেখ হাসিনার শাসনামলের) এমন অবস্থা থেকেও বাংলাদেশ বের হয়ে এসেছে। অন্য ১০টি দেশের সঙ্গে যে রকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও সে রকম সম্পর্ক থাকবে।

বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি ইস্যু আরও একটি ইস্যুকে আটকে রাখবে, সেটি সরকার চায় না।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে, এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ক কেমন হবে, সেটা যেমন বাংলাদেশ ঠিক করবে না, তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও ভারত সিদ্ধান্ত নেবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত