চট্টগ্রামে গণপরিবহন চলাচল শুরু
জ্বালানি তেলের দাম বাড়ানোয় গত শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট সারা দেশে এখনো পর্যন্ত চলছে। তবে চট্টগ্রামে আজ রোববার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন রাস্তায় নেমেছে।