নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার না করে তিন দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।
আর রোববার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব বলেন, জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রত্যাহার। যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার। দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্য পরিবহন যানের ওপর টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা। এই তিন দফা দাবিতে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-টেইলার, মিনিট্রাক ও পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। এই তিন দফা দাবি পূরণ না করা পর্যন্ত সারা দেশে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোতালেব বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আমরা ধর্মঘট ডেকেছি। এখন আমরা প্রতিদিন পোশাক পরে প্রস্তুত থাকি। অথচ কেউ আলোচনার জন্য আমাদের ডাকে না।
শ্রমিক সংগঠনটির মহাসচিব বলেন, অযৌক্তিকভাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা বিষয়টি সমাধানের জন্য তাঁর বাসায় গিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।
আপনারা কি কারও সঙ্গে বসবেন না? প্রধানমন্ত্রী দেশে আসতে দেরি আছে। তাহলে এত দিন কি ট্রাক বন্ধ থাকবে? উত্তরে তিনি বলেন, আমরা প্রতিদিন বাসা থেকে রেডি হয়ে এসে বসে থাকি কেউ আমাদের ডাকবেন বলে। ডেকে একটা সমাধান দেবেন। কিন্তু আমাদের ডাকা হয় না। আমাদের কাজ বন্ধ হয়ে আছে। আমরা তো কাজ না করে বসে থাকতে চাই না। আমাদের ডেকে সমাধান দিলে অবশ্যই আমরা কর্মসূচি প্রত্যাহার করবো।
পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার না করে তিন দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।
আর রোববার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব বলেন, জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রত্যাহার। যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার। দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্য পরিবহন যানের ওপর টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা। এই তিন দফা দাবিতে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-টেইলার, মিনিট্রাক ও পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। এই তিন দফা দাবি পূরণ না করা পর্যন্ত সারা দেশে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোতালেব বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আমরা ধর্মঘট ডেকেছি। এখন আমরা প্রতিদিন পোশাক পরে প্রস্তুত থাকি। অথচ কেউ আলোচনার জন্য আমাদের ডাকে না।
শ্রমিক সংগঠনটির মহাসচিব বলেন, অযৌক্তিকভাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা বিষয়টি সমাধানের জন্য তাঁর বাসায় গিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।
আপনারা কি কারও সঙ্গে বসবেন না? প্রধানমন্ত্রী দেশে আসতে দেরি আছে। তাহলে এত দিন কি ট্রাক বন্ধ থাকবে? উত্তরে তিনি বলেন, আমরা প্রতিদিন বাসা থেকে রেডি হয়ে এসে বসে থাকি কেউ আমাদের ডাকবেন বলে। ডেকে একটা সমাধান দেবেন। কিন্তু আমাদের ডাকা হয় না। আমাদের কাজ বন্ধ হয়ে আছে। আমরা তো কাজ না করে বসে থাকতে চাই না। আমাদের ডেকে সমাধান দিলে অবশ্যই আমরা কর্মসূচি প্রত্যাহার করবো।
দেশে বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানতে চাইছে অন্তর্বর্তী সরকার। এ জন্য বাংলাদেশিরা করতে সক্ষম, এমন কাজে বিদেশিদের সুযোগ না দেওয়া, অন অ্যারাইভাল ভিসা সীমিত করা, বিদেশি কর্মীদের বিদ্যমান ওয়ার্ক পারমিটের মেয়াদ না বাড়ানো, ভিসার সঙ্গে কাজের অমিল এবং অপরাধের সঙ্গে জড়িত থাকলে কালো তালিকাভুক্ত করে...
১ ঘণ্টা আগেআন্দোলনের মুখে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রস্তাব পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
৪ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। ২৪ থেকে ২৬ এপ্রিল এই শোক পালন করা হবে। বুধবার (২৩ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে