Ajker Patrika

আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়: রাঙ্গা

রংপুর প্রতিনিধি
আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়: রাঙ্গা

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।

তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে। 

তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।

জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। 

জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক। 

এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত