রংপুর প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরে হঠাৎ ধর্মঘটে গেছেন যাত্রীবাহী পরিবহনের মালিক-শ্রমিকেরা। গতকাল শুক্রবার ভোর থেকে একযোগে বিভাগের সব জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের কর্মবিরতি। হঠাৎ এ ধর্মঘটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রংপুরে মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেন মালিক-শ্রমিকেরা। নগরীর কামারপাড়া কোচ স্ট্যান্ডে সারি সারি করে রাখা ছিল ঢাকাগামী বাসগুলো। যাত্রীরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কাউন্টারে এসে ফিরে যান।
কেন্দ্রীয় বাস টার্মিনালেও দেখা গেছে একই অবস্থা। এই টার্মিনাল থেকে স্বল্প পাল্লার আঞ্চলিক বাস চলাচল করে। কিন্তু গতকাল এখান থেকে কোনো বাসই চলেনি।
এ ছাড়া রংপুর-কুড়িগ্রাম বাস স্ট্যান্ড এবং নগরীর প্রধান বহির্গমন পথ মডার্ন মোড়ে দেখা যায়, সেখান থেকে কোনো বাস চলাচল করেনি। তবে চলেছে অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন।
বাস চলাচল না করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ঢাকাগামী যাত্রীরা। চাকরির পরীক্ষা ও চিকিৎসার জন্য যারা ঢাকা যাওয়ার টিকিট করে রেখেছিলেন, হঠাৎ ধর্মঘট শুরু হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এ ছাড়া ঢাকায় কর্মজীবী যারা ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তাঁদেরও ব্যর্থ মনোরথে ফিরে যেতে হয়েছে।
পাশাপাশি আঞ্চলিক বাস চলাচল বন্ধ থাকায় এক জেলার লোক অন্য জেলায় যেতে পারেননি। তবে কেউ কেউ জরুরি প্রয়োজনে ছোট যানবাহনে যাতায়াত করলেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
বাস বন্ধ থাকায় চাপ পড়েছে ট্রেনে। শুক্রবারের পাশাপাশি ও শনিবারের ঢাকাগামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
চাকরিপ্রত্যাশী বিথী হোসাইন জানান, শনিবার তাঁর ঢাকায় চাকরির পরীক্ষা ছিল। সে অনুযায়ী শুক্রবার সকালের টিকিট করা ছিল। কিন্তু সকালে কাউন্টারে এসে শোনেন পরিবহন ধর্মঘট চলছে। ট্রেনেও টিকিট পাওয়া যায়নি। ফলে তাঁর পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না।
চিকিৎসার কাজে ঢাকা যাওয়ার টিকিট করে রেখেছিলেন ষাটোর্ধ্ব আনোয়ার হোসেন। কিন্তু বাস না চলায় কাউন্টারে এসে টাকা ফেরত নিয়েছেন তিনি।
ঢাকা যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন পোশাকশ্রমিক শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘তিন দিনের ছুটি নিয়া অনেক দিন পর বাড়ি আলছোনো। আইজ যাবার জন্যে আসি শুনি বাস চলবানায়। গার্মেন্টসত কতায় কতায় চাকরি খায়। হুট করি চাকরি পাওয়াও যায় না এলা। মোর চাকরিখ্যান গেইলে মুই কী করিম?’
পরিবহন মালিক ও শ্রমিকেরা বলছেন, হঠাৎ তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।
ধর্মঘটে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় চালক ও শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন শ্যামলী পরিবহনের চালক আল-আমিন। তিনি বলেন, ‘যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে পরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।’
কামারপাড়া কোচ স্ট্যান্ডে এনা পরিবহনের কাউন্টারের সহকারী ম্যানেজার তোতা মিয়া বলেন, ‘তেলের দাম বাড়বে কিন্তু এভাবে হঠাৎ লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো কতখানি যৌক্তিক? আমরা তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট পালন করছি। এখন বাস ভাড়া না বাড়ানো ছাড়া আমাদেরও উপায় থাকবে না।’
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরে হঠাৎ ধর্মঘটে গেছেন যাত্রীবাহী পরিবহনের মালিক-শ্রমিকেরা। গতকাল শুক্রবার ভোর থেকে একযোগে বিভাগের সব জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের কর্মবিরতি। হঠাৎ এ ধর্মঘটে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রংপুরে মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেন মালিক-শ্রমিকেরা। নগরীর কামারপাড়া কোচ স্ট্যান্ডে সারি সারি করে রাখা ছিল ঢাকাগামী বাসগুলো। যাত্রীরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কাউন্টারে এসে ফিরে যান।
কেন্দ্রীয় বাস টার্মিনালেও দেখা গেছে একই অবস্থা। এই টার্মিনাল থেকে স্বল্প পাল্লার আঞ্চলিক বাস চলাচল করে। কিন্তু গতকাল এখান থেকে কোনো বাসই চলেনি।
এ ছাড়া রংপুর-কুড়িগ্রাম বাস স্ট্যান্ড এবং নগরীর প্রধান বহির্গমন পথ মডার্ন মোড়ে দেখা যায়, সেখান থেকে কোনো বাস চলাচল করেনি। তবে চলেছে অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন।
বাস চলাচল না করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ঢাকাগামী যাত্রীরা। চাকরির পরীক্ষা ও চিকিৎসার জন্য যারা ঢাকা যাওয়ার টিকিট করে রেখেছিলেন, হঠাৎ ধর্মঘট শুরু হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এ ছাড়া ঢাকায় কর্মজীবী যারা ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তাঁদেরও ব্যর্থ মনোরথে ফিরে যেতে হয়েছে।
পাশাপাশি আঞ্চলিক বাস চলাচল বন্ধ থাকায় এক জেলার লোক অন্য জেলায় যেতে পারেননি। তবে কেউ কেউ জরুরি প্রয়োজনে ছোট যানবাহনে যাতায়াত করলেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
বাস বন্ধ থাকায় চাপ পড়েছে ট্রেনে। শুক্রবারের পাশাপাশি ও শনিবারের ঢাকাগামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
চাকরিপ্রত্যাশী বিথী হোসাইন জানান, শনিবার তাঁর ঢাকায় চাকরির পরীক্ষা ছিল। সে অনুযায়ী শুক্রবার সকালের টিকিট করা ছিল। কিন্তু সকালে কাউন্টারে এসে শোনেন পরিবহন ধর্মঘট চলছে। ট্রেনেও টিকিট পাওয়া যায়নি। ফলে তাঁর পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না।
চিকিৎসার কাজে ঢাকা যাওয়ার টিকিট করে রেখেছিলেন ষাটোর্ধ্ব আনোয়ার হোসেন। কিন্তু বাস না চলায় কাউন্টারে এসে টাকা ফেরত নিয়েছেন তিনি।
ঢাকা যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন পোশাকশ্রমিক শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘তিন দিনের ছুটি নিয়া অনেক দিন পর বাড়ি আলছোনো। আইজ যাবার জন্যে আসি শুনি বাস চলবানায়। গার্মেন্টসত কতায় কতায় চাকরি খায়। হুট করি চাকরি পাওয়াও যায় না এলা। মোর চাকরিখ্যান গেইলে মুই কী করিম?’
পরিবহন মালিক ও শ্রমিকেরা বলছেন, হঠাৎ তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।
ধর্মঘটে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় চালক ও শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন শ্যামলী পরিবহনের চালক আল-আমিন। তিনি বলেন, ‘যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে পরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।’
কামারপাড়া কোচ স্ট্যান্ডে এনা পরিবহনের কাউন্টারের সহকারী ম্যানেজার তোতা মিয়া বলেন, ‘তেলের দাম বাড়বে কিন্তু এভাবে হঠাৎ লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো কতখানি যৌক্তিক? আমরা তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট পালন করছি। এখন বাস ভাড়া না বাড়ানো ছাড়া আমাদেরও উপায় থাকবে না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫