Ajker Patrika

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় হরতালের ডাক দিয়েছে সিপিবি (এম)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ২১
মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় হরতালের ডাক দিয়েছে সিপিবি (এম)

জ্বালানি তেলের দাম ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ১৮ নভেম্বর আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। 

সমাবেশে এম এ সামাদ বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চলছে। করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা, নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজি গ্যাসের দাম বাড়াচ্ছে। 

জনগণের এমন দুরবস্থার মধ্যে সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে সংগঠনটি। এম এ সামাদ বলেন, ‘জনগণের দাবি আদায়ের লড়াইয়ে আমি রাজধানীবাসীকে হরতালে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

সরকারের স্বেচ্ছাচারিতা ও দুঃশাসনের প্রতিবাদে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালনের ঘোষণা দেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ সামাদ। 

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত