Ajker Patrika

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০: ১৫
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমি দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা শেষে পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না। অযোগ্যতা, অব্যবস্থাপনার একটা ক্ল্যাসিক এক্সাম্পল (উদাহরণ) সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে।’

সংস্কার ও নির্বাচনের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যেসব সংস্কারের প্রস্তাব দিয়েছি, তা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে।’

এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা কথা দিচ্ছি, যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইতিহাস গড়ব।’

প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপির কমিটিকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘আমরা খবর পাচ্ছি, যারা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন হবে না। আমরা একসঙ্গে বাংলাদেশ গড়ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত