Ajker Patrika

সিএনজিচালিত বাসে লাগাতে হবে স্টিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২: ৫২
সিএনজিচালিত বাসে লাগাতে হবে স্টিকার

সিএনজিচালিত বাস-মিনিবাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে আগামীকাল বুধবার থেকে রাজধানী ঢাকায় যৌথ অভিযান চালাবে সংস্থাটি। 

জানা গেছে, এ বিষয়ে এরই মধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। বাসে স্টিকার লাগানোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে কি-না সেটি মনিটর করবে বিআরটিএ। 

আজ মঙ্গলবার বিকেলে বনানীর বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। 

বৈঠকের বিষয়ে নুর মোহাম্মদ মজুমদার বলেন, নতুন ভাড়া ঠিক করে দেওয়ার পরেও কিছু কিছু বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে-এমন অভিযোগ আমরা পাচ্ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজ পরিবহন মালিক সমিতির নেতাসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিআরটিএ, মালিক সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হবে। একই সঙ্গে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজধানীতে চলা সিটিং সার্ভিসের কোনো বৈধতা নেই জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান জানান, সরকারের তরফ থেকে এ ধরনের কোনো সার্ভিসের অনুমোদন নেই। কিন্তু রাজধানীতে চলছে এসব সার্ভিস। আমরা মালিক সমিতিকে এটি বন্ধ করার জন্য বলেছি। তাঁরা এটি বন্ধ করার আশ্বাস দিয়েছেন। 

এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, সিটিং সার্ভিস বন্ধের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত