চিকিৎসক হওয়ার লক্ষ্য কাওসারের
ফল প্রকাশের সময় ভ্যানে যাত্রী টানছিল এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কাওসার হোসেন আদর। ভ্যানচালক বাবা অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। যাত্রীকে গন্তব্যে নামিয়ে বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দাশ্রু ঝরে দুচোখ দিয়ে। আশঙ্কার কালো মেঘও যেন ঘিরে ধরে তাকে—কীভাবে পৌঁছাবে সে চিক