Ajker Patrika

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২১
Thumbnail image

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন। পরীক্ষায় গড়ে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।  

আজ রোববার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবার ৯টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।

৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৭ হাজার, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন।  

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০%, রাজশাহীতে ৯৭ দশমিক ২৯%, কুমিল্লায় ৯৭ দশমিক ৪৯%, যশোরে ৯৮ দশমিক ১১%, চট্রগ্রামে ৮৯ দশমিক ৩৯%, বরিশালে ৯৫ দশমিক ৭৬%, সিলেটে ৯৪ দশমিক ৮০%, দিনাজপুরে ৯২ দশমিক ৪৩% এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৭১%।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত