Ajker Patrika

যশোর বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯

যশোর প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
যশোর বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৩ হাজার ৭৬৭ জন।

যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা গেছে, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৮১ হাজার ৬৮৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৬৫৯ জন এবং ছাত্রী ৮১ হাজার ৭৮০ জন। গত বছর এ বোর্ড থেকে ১ লাখ ৬০ হাজার ৬৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৪০ হাজার ২৫৮ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৩১ শতাংশ। 

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৮২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৪২৯ জন। এতে পাসের হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২২৪ জন। 

মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৫ হাজার ৪০৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ চার হাজার ৩৯৬ জন। পাসের হার ৬০ দশমিক ৬ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৬৯ জন। 

ব্যবসায় শিক্ষা বিভাগের ২৬ হাজার ৩২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৬১৩ জন। এতে পাসের হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৬৮ জন শিক্ষার্থী। 

এবারের ফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতের মতো আবশ্যিক বিষয়ে জেএসসির ফলের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত