মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
বাবা ভিক্ষা করে চালান সংসার। পরনে ভালো জামা নেই, পেট ভরে দুই বেলা খেতে পারে না। খাবার না খেয়েও কখনো কখনো স্কুলে যেতে হতো সুমাকে। দারিদ্র্যকে জয় করে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের অশোক রায়ের মেয়ে সুমা রায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সুমা রায়ের মা-বাবা বোঝেন না জিপিএ-৫ কী জিনিস। তাঁরা কেবল বোঝেন মেয়ে ভালো পাস করেছে। অশোক রায়ের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাঁচজনের সংসারে সুমা রায় ভাই-বোনদের মধ্যে বড়।
সুমা রায়ের সঙ্গে কথা হলে বলল, ‘আমার বাবা অশোক রায় একজন প্রতিবন্ধী। তাঁর ভিক্ষার টাকায় চলে আমাদের সংসার। মানুষের জমিতে কাজ করে লেখাপড়া চালিয়ে এসেছি এত দিন। আমাদের ঘর নেই, পড়ার একটি টেবিল পর্যন্ত ছিল না। ভালো একটি জামাও নেই। না খেয়ে অনেক দিনই স্কুলে যেতাম। অনেক কষ্ট হতো, তবু লেখাপড়া ছাড়িনি। আমার স্বপ্ন লেখাপড়া করে চিকিৎসক হব। দেশের অসহায় মানুষের সেবা করব। কিন্তু কলেজে ভর্তি এবং লেখাপড়া করার সামর্থ্য নেই। এসএসসি পরীক্ষার যেদিন ফল প্রকাশ হয়েছে, সেদিনও আমাদের ঘরে খাবার ছিল না। আমি সকালে অন্যের জমিতে ধানের চারা রোপণ করতে গেছি। জমি থেকে সন্ধ্যায় বাড়ি এসে তারপরে শিক্ষকদের কাছে ফল জানতে গেছি।’
সুমা রায়ের মা শিখা রায় বলেন, ‘মোর মাইয়া শুনছি ভালো পাস করেছে, জিপিএ-৫ কী তা মুই কিছু বুঝি না। মোর মাইয়ারে আর লেহাপড়া করাইতে পারমু না, এই যেডু লেহাপড়া করছে, কত দিন না খাইয়া স্কুলে গেছে।’
সুমা রায়ের বাবা অশোক রায় বলেন, ‘মুই এই লেহাপড়া কী তা বুঝি না। শুনি মাইয়াডা ভালো পাস করছে। ভালো পাস কইরা কী হইবে। ভিক্ষা কইরা খাইতে পারি না, ল্যাহা পড়ার টাহা দিমু কোথার তা।’
বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বলেন, সুমা রায় দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার কাছ থেকে স্কুল নামমাত্র বেতন নিত। দেশের দানশীল ব্যক্তিরা সহযোগিতা করলে সুমা রায়ের স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
বাবা ভিক্ষা করে চালান সংসার। পরনে ভালো জামা নেই, পেট ভরে দুই বেলা খেতে পারে না। খাবার না খেয়েও কখনো কখনো স্কুলে যেতে হতো সুমাকে। দারিদ্র্যকে জয় করে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের অশোক রায়ের মেয়ে সুমা রায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সুমা রায়ের মা-বাবা বোঝেন না জিপিএ-৫ কী জিনিস। তাঁরা কেবল বোঝেন মেয়ে ভালো পাস করেছে। অশোক রায়ের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাঁচজনের সংসারে সুমা রায় ভাই-বোনদের মধ্যে বড়।
সুমা রায়ের সঙ্গে কথা হলে বলল, ‘আমার বাবা অশোক রায় একজন প্রতিবন্ধী। তাঁর ভিক্ষার টাকায় চলে আমাদের সংসার। মানুষের জমিতে কাজ করে লেখাপড়া চালিয়ে এসেছি এত দিন। আমাদের ঘর নেই, পড়ার একটি টেবিল পর্যন্ত ছিল না। ভালো একটি জামাও নেই। না খেয়ে অনেক দিনই স্কুলে যেতাম। অনেক কষ্ট হতো, তবু লেখাপড়া ছাড়িনি। আমার স্বপ্ন লেখাপড়া করে চিকিৎসক হব। দেশের অসহায় মানুষের সেবা করব। কিন্তু কলেজে ভর্তি এবং লেখাপড়া করার সামর্থ্য নেই। এসএসসি পরীক্ষার যেদিন ফল প্রকাশ হয়েছে, সেদিনও আমাদের ঘরে খাবার ছিল না। আমি সকালে অন্যের জমিতে ধানের চারা রোপণ করতে গেছি। জমি থেকে সন্ধ্যায় বাড়ি এসে তারপরে শিক্ষকদের কাছে ফল জানতে গেছি।’
সুমা রায়ের মা শিখা রায় বলেন, ‘মোর মাইয়া শুনছি ভালো পাস করেছে, জিপিএ-৫ কী তা মুই কিছু বুঝি না। মোর মাইয়ারে আর লেহাপড়া করাইতে পারমু না, এই যেডু লেহাপড়া করছে, কত দিন না খাইয়া স্কুলে গেছে।’
সুমা রায়ের বাবা অশোক রায় বলেন, ‘মুই এই লেহাপড়া কী তা বুঝি না। শুনি মাইয়াডা ভালো পাস করছে। ভালো পাস কইরা কী হইবে। ভিক্ষা কইরা খাইতে পারি না, ল্যাহা পড়ার টাহা দিমু কোথার তা।’
বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বলেন, সুমা রায় দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার কাছ থেকে স্কুল নামমাত্র বেতন নিত। দেশের দানশীল ব্যক্তিরা সহযোগিতা করলে সুমা রায়ের স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫