Ajker Patrika

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৭১ শতাংশ, টানা ৭ বছর এগিয়ে মেয়েরা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
Thumbnail image

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। বিগত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ পাসের হার। পাসের হারে এবারও রাজশাহী বোর্ডের মেয়েরা এগিয়ে আছে। টানা সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২১ সালের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। তাদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষায় পাস করেছে। এতে গড় পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। 

এর আগে ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার ছিল। 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯৫ দশমিক ৪৬ শতাংশ ছাত্রী পাস করেছে। ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর ৯১ দশমিক ৪৫ শতাংশ মেয়ে ও ৮৯ দশমিক ৩৭ শতাংশ ছেলে এবং ২০১৯ সালে ৯২ দশমিক ৯৬ শতাংশ মেয়ে ও ৯০ দশমিক ৪৪ শতাংশ ছেলে পাস করে। ফলে পাসের হারে গত সাত বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে। 

এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন। ২০১৯ সাল থেকেই জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে মেয়েরা। এবার ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭। এর মধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কোনো স্কুল থেকে কেউ পাস করেনি, এবার এ রকম কোনো প্রতিষ্ঠান নেই। 

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তার পরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফলাফল হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত