Ajker Patrika

রাজশাহী ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫  

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
Thumbnail image

এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের মোট ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যান্যবারের মতো এ বছরও কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। 

জানা যায়, ক্যাডেট কলেজগুলোতে শুধু পড়ালেখা নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক শিক্ষা এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এ ছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহপাঠ্য ক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।   

রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএন) এইচ আর আফরাদ বলেন, সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজে কেবল ভালো ছাত্র নয়, আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যাহত থাকে সে জন্য রাজশাহী ক্যাডেট কলেজের পক্ষ থেকে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত