নওগাঁ প্রতিনিধি
রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুসের ছেলে নাজমুল ইসলাম। দারিদ্র্যকে জয় করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তবে এমন ফলের প্রত্যাশা ছিল নাজমুল ও তার শিক্ষকদের। ফলে খুশি হলেও প্রকৌশলী হওয়ার স্বপ্নে বাধ সেধেছে দারিদ্র্য। ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই উচ্চশিক্ষার।
নাজমুল বগুড়ার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস ও গৃহিণী নাজমা বেগমের দ্বিতীয় ছেলে। সে পার্শ্ববর্তী নওগাঁ সদরের সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তবে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস। তার উপার্জনে সংসার চালানোই দায়। ছেলের পড়ার খরচ জোগাবে কী করে!
নাজমুল জানায়, তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বছরের অনেক সময় বিশেষ করে বর্ষাকালে যখন কাজ থাকে না, তখন অনেক কষ্ট করে চলতে হয়। পড়ালেখার খরচ জোগাতে বাধ্য হয়ে সে বাবার সঙ্গে জোগালির কাজ করেছে। নিজের চেষ্টায় ভালো ফল করেছে। তবে নাজমুলের স্বপ্ন এখনো অনেক দূর। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে চায়। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে কী না তা নিয়ে চিন্তিত সে।
নাজমুলের বাবা আব্দুল কুদ্দুস বলেন, ‘রাজমিস্ত্রির কাজ করে ঠিকমতো সংসার চলে না। ছেলেটার পড়ার খরচের কথা ভাবলে মাথাটা ঘুরে ওঠে। কেমনে ছেলেটাকে কলেজে পড়াই? যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নাজমুলের জন্য বৃত্তি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা করতেন, তাহলে নাজমুলের প্রকৌশলী হওয়ার স্বপ্নটা পূরণ হতো। জানি না শেষ পর্যন্ত কী হবে।’
সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক ইকবাল সাইদুল কবীর বলেন, ‘নাজমুলের স্বপ্ন পূরণে সবার এগিয়ে আসা উচিত।’
রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুসের ছেলে নাজমুল ইসলাম। দারিদ্র্যকে জয় করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তবে এমন ফলের প্রত্যাশা ছিল নাজমুল ও তার শিক্ষকদের। ফলে খুশি হলেও প্রকৌশলী হওয়ার স্বপ্নে বাধ সেধেছে দারিদ্র্য। ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই উচ্চশিক্ষার।
নাজমুল বগুড়ার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস ও গৃহিণী নাজমা বেগমের দ্বিতীয় ছেলে। সে পার্শ্ববর্তী নওগাঁ সদরের সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তবে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস। তার উপার্জনে সংসার চালানোই দায়। ছেলের পড়ার খরচ জোগাবে কী করে!
নাজমুল জানায়, তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বছরের অনেক সময় বিশেষ করে বর্ষাকালে যখন কাজ থাকে না, তখন অনেক কষ্ট করে চলতে হয়। পড়ালেখার খরচ জোগাতে বাধ্য হয়ে সে বাবার সঙ্গে জোগালির কাজ করেছে। নিজের চেষ্টায় ভালো ফল করেছে। তবে নাজমুলের স্বপ্ন এখনো অনেক দূর। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে চায়। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে কী না তা নিয়ে চিন্তিত সে।
নাজমুলের বাবা আব্দুল কুদ্দুস বলেন, ‘রাজমিস্ত্রির কাজ করে ঠিকমতো সংসার চলে না। ছেলেটার পড়ার খরচের কথা ভাবলে মাথাটা ঘুরে ওঠে। কেমনে ছেলেটাকে কলেজে পড়াই? যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নাজমুলের জন্য বৃত্তি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা করতেন, তাহলে নাজমুলের প্রকৌশলী হওয়ার স্বপ্নটা পূরণ হতো। জানি না শেষ পর্যন্ত কী হবে।’
সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক ইকবাল সাইদুল কবীর বলেন, ‘নাজমুলের স্বপ্ন পূরণে সবার এগিয়ে আসা উচিত।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫