Ajker Patrika

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে প্রথম রংপুর

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০০
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে প্রথম রংপুর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান দখল করেছে রংপুর। জেলায় পাসের হার পাওয়া গেছে ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।

গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।

বোর্ডের মধ্যে দিনাজপুরে ২ হাজার ৮৪৮, নীলফামারীতে ১ হাজার ৭০০, গাইবান্ধায় ১ হাজার ৬৭২, কুড়িগ্রামে ১ হাজার ৬২, লালমনিরহাটে ৬৪৯, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ ও পঞ্চগড়ে ৪০০ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া পাসের হারেও প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৫৮ শতাংশ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট। এ ছাড়া নীলফামারীতে ৯৩ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৯২ দশমিক ৫১ শতাংশ, কুড়িগ্রামে ৯১ দশমিক ৬৫ শতাংশ, গাইবান্ধায় ৯০ দশমিক ৪৮ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯০ দশমিক ৪৬ শতাংশ ও পঞ্চগড়ে ৮৮ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, এবার ফলের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন পাস করেছেন।

রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আতাহার আলী খাঁন বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর শহরের লেখাপড়ার মান সব সময়ই ভালো হয়ে থাকে। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত