বার্সার ক্ষুধার্ত মানসিকতায় সন্তুষ্ট জাভি
বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে-ম্যাচ যেমনই হোক, বার্সা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কোপা দেল রেতে গতকাল এডি সিউটাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। শিষ্যদের ক্ষুধার্ত মানসিকতায় সন্তুষ্ট বার্সা কোচ জাভি হার্নান্দেজ।