Ajker Patrika

জাভির চোখে লেভানডোভস্কি সহজাত নেতা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি গতকাল নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ৪-০ গোলে হারিয়েছে ভায়োদোলিদকে। ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি। তাঁর গোলক্ষুধা দেখে মুগ্ধ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। পোলিশ স্ট্রাইকারকে প্রশংসায় ভাসিয়েছেন স্প্যানিশ কোচ। লেভাকে সহজাত নেতা বলেছেন তিনি। 

ন্যূ ক্যাম্পে ম্যাচ জয়ের পর লেভাকে অসাধারণ ফুটবলার বলেছেন জাভি। তিনি বলেছেন, ‘লেভানডোভস্কি, অসাধারণ একজন ফুটবলার। সে সহজাত নেতা ও জন্মগত খেলোয়াড়। সে দলের জন্য উদাহরণ। সে নিজেও অনেক খুশি। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। সে ফুটবলে নিজের অভিজ্ঞতা বোঝাচ্ছে। আর উদীয়মান ফুটবলারদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে কথা বলছে।’ 

বার্সেলোনায় যোগ দেওয়ার আগ থেকেই লেভানডোভস্কি ফুটবলের বড় তারকা। কোচ জাভির খেলোয়াড়ি ক্যারিয়ারের সময় থেকেই লেভা ফুটবলের পরিচিত মুখ। ক্লাব ফুটবলের প্রায় সবকিছু জিতেছেন বায়ার্ন মিউনিখের হয়ে। স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার সময় বলেছিলেন মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর জিততে চান তিনি। পুরস্কার জিতবেন কিনা সেটা মৌসুম শেষে বোঝা যাবে। তবে নিজের কাজটা দুর্দান্ত গতিতেই চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে প্রথম তিন ম্যাচে ৪ গোল করেছেন বার্সা স্ট্রাইকার। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন তিনি। 

ভায়োদোলিদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে বার্সেলোনা দুর্দান্ত খেলেছে। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণের পর আক্রমণ চালিয়েছে বার্সা। ম্যাচের ২৪ মিনিটে দলের ও নিজের প্রথম গোল করেন রাফিনহার পাস থেকে লেভানডোভস্কি। বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে দলের লিড বাড়ান পেদ্রি। লেভার দ্বিতীয় গোল ছিল চোখধাঁধানো। ভয়ংকর সুন্দর ব্যাকহিলে তিনি দলের তৃতীয় গোলটি করেন ৬৬ মিনিটে। আর বার্সার শেষ গোলটি করেন অতিরিক্ত সময়ে বদলি ফুটবলার সার্জিও রবার্তো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত