Ajker Patrika

১৬ কোটি টাকা ঘুষের ব্যাপারে জাভিদের মজা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন। 

রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।   বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।  

অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’ 

আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত