Ajker Patrika

রেকর্ড গড়েও ‘খুশি’ নন বার্সা কোচ জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২: ৫৯
Thumbnail image

জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই। 

গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে। 

তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই। 

বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার। 

জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত