শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’
রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।
শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’
রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৬ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৮ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৮ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৯ ঘণ্টা আগে