Ajker Patrika

বেতিসের বিপক্ষে জয়ের ম্যাচে বার্সার আধিপত্যে খুশি জাভি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২১
বেতিসের বিপক্ষে জয়ের ম্যাচে বার্সার আধিপত্যে খুশি জাভি

এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। বিশ্বকাপের বিরতির পর কোনো ম্যাচ হারেনি বার্সা। গতকালও সেই ধারাবাহিকতা বজায় রেখে রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে। সব মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত তারা। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি জাভি হার্নান্দেজ।

লা লিগার ম্যাচটিতে দলের জয়ের চেয়েও খেলায় শিষ্যদের আধিপত্য দেখে খুশি হয়েছেন কোচ জাভি। তিনি বলেছেন, ‘ম্যাচটি নিয়ে খুবই খুশি। জিরোনা ম্যাচের সঙ্গে তুলনা করলে আমরা অনেক উন্নতি করেছি। আমরা দুর্দান্ত এক ম্যাচ খেলেছি। আজ বল না হারানোটাই মুখ্য ছিল এবং তা আমরা কমিয়ে দিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়েছি।’ 

বেতিসের মাঠে শুরু থেকেই সব পজিশনে আধিপত্য দেখিয়েছে বার্সা। তবে প্রথমার্ধে অফসাইডে গোল বাতিল এবং একের পর এক সুযোগ হাতাছাড়ায় গোল পায়নি তারা। প্রতিপক্ষের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে সব গোল বার্সেলোনাই করেছে। ৬৫ মিনিটে আলেজান্দ্রো বালদের পাস ধরে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। আর দলের দ্বিতীয় গোলটি করেন নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা রবার্ট লেভানডোভস্কি। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে বার্সার আরেক ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সহায়তায় গোল করেন পোলিশ স্ট্রাইকার। অন্যদিকে বেতিসের ব্যবধান কমানো গোলটি হয় আত্মঘাতী। প্রতিপক্ষকে উপহার দেওয়া গোল করেন বার্সার জুলেস কুন্দে। 

এ জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরো সুগঠিত করল বার্সা। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাবটি। আজ অবশ্য নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে লস ব্ল্যাংকোসরা। বর্তমানে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত