Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগ আমাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে, বলছেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২: ২০
Thumbnail image

ঘরের মাঠ নূ ক্যাম্পে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পথে বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে খেলার পথে বার্সা। দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের প্রতি নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। তাঁর মতে, চ্যাম্পিয়নস লিগ তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে। 

নিজেদের মাঠেও প্রতিপক্ষকে হারাতে না পেরে ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘যখন নিজেদের সমর্থকদের উপস্থিতিতে ঘরের মাঠে এমন আবহাওয়ায় ম্যাচ ড্র করতে হয়, তখন বুঝতে হবে এটা আমার ভুল। আমি রাগান্বিত। আমার অনুভূতি হচ্ছে, টুর্নামেন্টটি আমাদের সঙ্গে নিষ্ঠুরতা করেছে এবং এখনো করে যাচ্ছে।’ 

টুর্নামেন্টটিতে  অন্যদের ওপর বার্সেলোনার নির্ভরশীলতা থাকা উচিত ছিল না বলে জানিয়েছেন জাভি। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমরা অন্যদের ওপর নির্ভর করেছি। আমাদের ভুল ছিল। আমাদের উন্নতি প্রয়োজন। এটাই বাস্তবতা। ইউরোপে উন্নতির প্রক্রিয়া আমাদের ধারণার চেয়ে দীর্ঘ। অন্য টুর্নামেন্ট যেমন—লা লিগা, কোপা দেল রে, সুপার কোপার প্রতিযোগিতায় ভালো করার জন্য আমাদের জেদ ও বিশ্বাস রাখতে হবে।’ 

নূ ক্যাম্পের ম্যাচটি ছিল নাটকীয়তা ভরা। দুই দলের ফুটবলাররাই আক্রমণের পর আক্রমণ করেছেন ম্যাচটিতে। তবে দুই দলের গোলরক্ষকদের দৃঢ়তায় ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে। ৪০ মিনিটে বার্সাকে প্রথম লিড এনে দেন ওসমান দেম্বেলে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ দেন নিকোলা বারেল্লা। গোল শোধ দিয়ে বার্সার ওপর আরও চড়াও হন ইন্টারের ফুটবলাররা। তার ফলও পান ৬৩ মিনিটে। ইন্টারকে ২-১ গোলে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। ৮২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানডভস্কি। তবে মূল নাটকের শুরু হয় এর পরেই। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ইন্টারকে জয়ের সুবাস দিচ্ছিলেন রবিন গোসেনস। তবে ম্যাচের অতিরিক্তি সময়ে লেভা নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে ১ পয়েন্ট এনে দেন। 

এই ড্রয়ে সুতায় ঝুলে রয়েছে বার্সার পরের রাউন্ডে যাওয়ার পথ। তবে পথটা খুব একটা মসৃণ নয়। কেননা, ইন্টার মিলান দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জয় পেলেই চলে যাবে পরের রাউন্ডে। সে ক্ষেত্রে বার্সা নিজেদের বাকি দুই ম্যাচে জয় পেলেও লাভ হবে না। তখন ইন্টার ও বার্সার সমান ১০ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পরের রাউন্ডে যাবে ইতালিয়ান ক্লাবটি। এমনটি হলে গত মৌসুমের মতো এবারও বার্সার জায়গা হবে ইউরোপা লিগে। অর্থাৎ, ১৯৭০ সালের পর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত