Ajker Patrika

না জেনে মন্তব্য করায় ক্ষমা চাইলেন জাভি

না জেনে মন্তব্য করায় ক্ষমা চাইলেন জাভি

দানি আলভেজ সম্পর্কে ২৪ ঘণ্টার ব্যবধানে সুর বদলালেন জাভি হার্নান্দেজ। পুরো ঘটনা না জেনে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন জাভি।

গত শুক্রবার কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে নারী নির্যাতনে অভিযুক্ত আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজকে নিয়ে পরশু দুঃখ প্রকাশ করেছিলেন জাভি। গতকাল ন্যু ক্যাম্পে লা লিগায় বার্সেলোনা-হেতাফে ম্যাচ শেষে সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন জাভি। আলভেজের কৃতকর্মের নিন্দা জানিয়ে বার্সেলোনা কোচ বলেন, ‘আমি গতকাল আলভেজ সম্পর্কে যা বলেছি, সেই ব্যাপারটা পরিষ্কার করতে চাই। আমি ভুল বুঝেছিলাম এবং আমি মনে করি, এখন তা ব্যাখ্যা করার গুরুত্বপূর্ণ সময়। এটা খুবই সংবেদনশীল ব্যাপার। যে-ই করুক, এই কাজের তীব্র নিন্দা করা উচিত। যৌন হয়রানির শিকার হওয়া নারীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি অবাক হয়েছি যে দানি এমন কাজ করতে পারে।’ 

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত