Ajker Patrika

রোনালদো পার্থক্য গড়ে দিতে পারেন, বলেছেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৩: ৩৫
Thumbnail image

ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুমটা নিজের মনের মতো কাটাতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় নিয়মিত একাদশ, এমনকি স্কোয়াড থেকেও বাদ পড়ছেন তিনি। তবে অফ ফর্মের এই রোনালদোকে নিয়েই যেন বেশি ভাবছেন জাভি হার্নান্দেজ। পর্তুগিজ এই তারকা ফুটবলার ইউরোপা লিগে পার্থক্য গড়ে দেবেন বলে মনে করেন বার্সেলোনা কোচ।

গতকাল উয়েফা ইউরোপা লিগের ড্র হয়েছে, যেখানে প্লে-অফে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনা এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে কারণে ইউনাইটেডকে এবার ইউরোপা লিগ খেলতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইউরোপা লিগের এই ড্র প্রসঙ্গে গতকাল কথা বলেন জাভি। রোনালদোকে নিয়ে প্রশংসা ঝরেছে জাভির কণ্ঠে, যেখানে রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো ৩১ ম্যাচ খেলেছেন বার্সেলোনার বিপক্ষে। ২০ গোল করেছেন এই তারকা ফুটবলার। পর্তুগিজ এই উইঙ্গারকে নিয়ে বার্সেলোনা কোচ বলেন, ‘সে (রোনালদো) দুর্দান্ত খেলোয়াড়। সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অবশ্যই। সে এখনো পার্থক্য গড়ে দিতে পারে।’

ইউরোপা লিগে এই মৌসুমটা দারুণ খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচ খেলে পেয়েছে ১৫ পয়েন্ট। জিতেছে পাঁচ ম্যাচ এবং হেরেছে ১ ম্যাচ। ইউরোপা লিগে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইটা দারুণ হবে বলে মনে করেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। ম্যানচেস্টার ইউনাইটেড ঐতিহাসিক ক্লাব এবং তারাও জিততে চাইবে। এমন দলের বিপক্ষে খেলতে আমাদের খেলোয়াড়েরা অবশ্যই উজ্জীবিত থাকবে। এই দলটি (ম্যানচেস্টার ইউনাইটেড) টেন হাগের অধীনে দারুণ খেলছে। আমরা দুই বড় দলের লড়াইটা দারুণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত