ইংরেজি ২য় পত্রে ১০ পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৬৪৩
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৪৩ জন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় এইচএসসি পরীক্ষায় এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।