Ajker Patrika

রাউজানে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
সংবাদ সম্মেলনে মো. রাজু আহাম্মদ। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে মো. রাজু আহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলা তুলে নিতে আসামিরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতা গাজীর বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মো. রাজু আহাম্মদ।

রাজু আহাম্মদ বলেন, ‘গত ১ এপ্রিল আমার ভাইকে প্রকাশ্যে দিনদুপুরে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। পরে ৩ এপ্রিল আমি বাদী হয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী মো. নাজিম উদ্দিন, দিদারুল আলম, শাহিদা বেগম, মুন্নি আকতার, মো. জাকের হোসেন ও মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা করি। রাউজান থানা-পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। এখন মামলা প্রত্যাহারের জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে আমার ভাইয়ের মতো আমাকেও হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।’

চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মো. রাজু আহাম্মদের বাবা মো. নুরুল ইসলাম এবং রাজুর স্ত্রী নাসরিন আকতার।

তাঁরাও অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত