নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগে এই চার্জশিট দাখিল করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান এই চার্জশিট দাখিল করেছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, চার্জশিটে মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ৩৮ জনকে অভিযুক্ত করে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন। তিনি এই হত্যা মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি।
এ ছাড়া চার আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। এই মামলায় চার্জশিট ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন।
পুলিশ বলেছে, এই মামলায় এখন পর্যন্ত চিন্ময়সহ ২০ জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন ১৮ জন।
গত বছর ৩০ নভেম্বর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা করেন নিহত আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। পরে তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। তাঁকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে।
চিন্ময় কৃষ্ণ দাস ঢাকায় গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগে এই চার্জশিট দাখিল করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান এই চার্জশিট দাখিল করেছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, চার্জশিটে মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ৩৮ জনকে অভিযুক্ত করে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন। তিনি এই হত্যা মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি।
এ ছাড়া চার আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। এই মামলায় চার্জশিট ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন।
পুলিশ বলেছে, এই মামলায় এখন পর্যন্ত চিন্ময়সহ ২০ জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন ১৮ জন।
গত বছর ৩০ নভেম্বর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা করেন নিহত আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। পরে তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। তাঁকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে।
চিন্ময় কৃষ্ণ দাস ঢাকায় গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
২ ঘণ্টা আগেপোশাক খাতে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’। বেকারি পণ্য ও হোটেল ব্যবসায়ও সুনাম রয়েছে গ্রুপটির। বছরে সর্বোচ্চ ১ হাজার ২০০ কোটি টাকা রপ্তানি আয়ের রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। কর্ণধার আব্দুচ ছালামের শ্রম ও ঘামে তিলে তিলে শূন্য থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে ওয়েল গ্রুপ।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
৩ ঘণ্টা আগে