একে অপরকে দোষারোপ করে মুরাদনগরের ঘটনা হালকা করা হচ্ছে: মহিলা পরিষদ
বিবৃতিতে বলা হয়, মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীকে দরজা ভেঙে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, সামগ্রিকভাবে নারীর জীবনের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের ওপর চরম আঘাত।