সেন্টুর কথামতো বাচ্চাও হলো মহিষের
নিলামে মহিষ কেনার পর কৃষক মো. সেন্টু বলেছিলেন, নিজের মহিষ তিনি নিজেই কিনলেন। বাড়ির রাস্তায় ছেড়ে দিলে এই মহিষ সোজা তাঁর বাড়িতেই যাবে। সেন্টুর সে কথা সত্য হয়েছিল ২২ সেপ্টেম্বর। সেন্টু আরও বলেছিলেন, তাঁর কেনা ১৫টা মহিষের মধ্যে দুটি বলদ, ১৪টিই গাভি। এর মধ্যে ৯টিই গর্ভবতী। ১০ দিনের মধ্যে ৪টার বাচ্চা হবে।