‘পানি আনতে আনতে পানি হয়্যা যাছে জীবনডাও’
লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন নারীরা। কারও হাঁটুতে ব্যথা, কারও কোমরে। কেউ কেউ এসেছেন জর, সর্দি, কাশির চিকিৎসা নিতে। ১ মে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন দৃশ্য দেখা গেল। সারিতে দাঁড়িয়েই সুফিয়া খাতুন (৪৫) বললেন, ‘সপ্তায় সপ্তায় আস্যা ওষুদ