নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে রাখালদের মারধর করেছে। একপর্যায়ে রাখালদের প্রতিরোধের মুখে তাঁরা দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের এ ঘটনায় তিন বাংলাদেশি রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল আজকের পত্রিকাকে বলেন, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালেরা পদ্মা নদীর সীমান্তবর্তী নির্মল চরে মহিষ চড়াতে যান। গতকাল রোববার দুপুরে দুই বিএসএফ সদস্য ভারতীয় দুই নাগরিককে সঙ্গে নিয়ে এসে বাংলাদেশে ঢুকে রাখালদের মহিষ চড়াতে বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে বিএসএফ জওয়ানেরা রাইফেল দিয়ে এক রাখালের মাথা ফাটিয়ে দেন। তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বেলাল উদ্দিন আরও বলেন, ‘আরও প্রায় ৮-১০ জন রাখাল প্রতিরোধ করতে যান, তারা বিএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নেন। দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে; তিন রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ জওয়ানেরা রাইফেল ফেলেই পালিয়ে যান।’
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফ জওয়ানেরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েন। রাখালদের প্রতিরোধের মুখে তারা অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। পরে বিকেলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফের অস্ত্র দুটি ফেরত দিয়েছে।’
এ ঘটনায় বিজিবি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান বিজিবির এ অধিনায়ক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে রাখালদের মারধর করেছে। একপর্যায়ে রাখালদের প্রতিরোধের মুখে তাঁরা দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের এ ঘটনায় তিন বাংলাদেশি রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল আজকের পত্রিকাকে বলেন, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালেরা পদ্মা নদীর সীমান্তবর্তী নির্মল চরে মহিষ চড়াতে যান। গতকাল রোববার দুপুরে দুই বিএসএফ সদস্য ভারতীয় দুই নাগরিককে সঙ্গে নিয়ে এসে বাংলাদেশে ঢুকে রাখালদের মহিষ চড়াতে বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে বিএসএফ জওয়ানেরা রাইফেল দিয়ে এক রাখালের মাথা ফাটিয়ে দেন। তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বেলাল উদ্দিন আরও বলেন, ‘আরও প্রায় ৮-১০ জন রাখাল প্রতিরোধ করতে যান, তারা বিএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নেন। দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে; তিন রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ জওয়ানেরা রাইফেল ফেলেই পালিয়ে যান।’
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফ জওয়ানেরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েন। রাখালদের প্রতিরোধের মুখে তারা অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। পরে বিকেলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফের অস্ত্র দুটি ফেরত দিয়েছে।’
এ ঘটনায় বিজিবি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান বিজিবির এ অধিনায়ক।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগে