নিলামের নামে সিন্ডিকেট, হাতিয়ে নিল ৪০ গরু
শতাধিক ব্যক্তি উপস্থিত হয়েছেন নিলামে গরু কেনার জন্য। কিন্তু তিনজন ছাড়া কেউ ডাকে অংশ নিচ্ছেন না। এই তিনজন কে কত গরুর মূল্য দিতে চান, তা আবার বলছেন আরেকজন। অন্য কেউ নিলামে অংশ নেবেন কি না, তার জন্য অপেক্ষা করছেন না কর্মকর্তারা। এক মিনিটেরও কম সময়ের মধ্যে একেক লটের গরু বিক্রি করে দেওয়া হচ্ছে।