নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির।
আজ রোববার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’
তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির।
আজ রোববার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’
তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে