নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে অটোরিকশাটি যেন কেউ চিনতে না পারে সে জন্য সেটি খুলে ফেলা হয়েছিল। ব্যাটারি, চাকাসহ অটোরিকশাটির অন্যান্য পার্টস খণ্ড খণ্ড ভাবেই উদ্ধার করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন—গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের রুবেল হোসেন ওরফে সুজন (৩২), একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুমন (২৯), কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মো. ইমন (২৪) এবং বসন্তপুর গ্রামের মো. আপেল (৪২)।
ওসি কামরুল ইসলাম জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় এই চার আসামি রনি ইসলাম (২২) নামের এক চালকের অটোরিকশা ভাড়া করেছিলেন। রনির বাড়ি রাজশাহীর দামকুড়া থানার মুরারীপুর গ্রামে। রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকা থেকে ওই চারজন গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে গোদাগাড়ীর জামাদানী এলাকায় এসে পৌঁছালে আসামিরা অটোরিকশা চালকের মুখ চেপে জোর করে গাড়ি থেকে নামান। সেখানে হাত ও পা বেঁধে তাঁকে ভুট্টার জমিতে ফেলে দেয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশা নিয়ে চলে যায়। এ নিয়ে পরদিন রনি অজ্ঞাত চারজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করেন।
এই মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দরিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে অটোরিকশাটি খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে অটোরিকশাটি যেন কেউ চিনতে না পারে সে জন্য সেটি খুলে ফেলা হয়েছিল। ব্যাটারি, চাকাসহ অটোরিকশাটির অন্যান্য পার্টস খণ্ড খণ্ড ভাবেই উদ্ধার করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন—গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের রুবেল হোসেন ওরফে সুজন (৩২), একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুমন (২৯), কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মো. ইমন (২৪) এবং বসন্তপুর গ্রামের মো. আপেল (৪২)।
ওসি কামরুল ইসলাম জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় এই চার আসামি রনি ইসলাম (২২) নামের এক চালকের অটোরিকশা ভাড়া করেছিলেন। রনির বাড়ি রাজশাহীর দামকুড়া থানার মুরারীপুর গ্রামে। রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকা থেকে ওই চারজন গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে গোদাগাড়ীর জামাদানী এলাকায় এসে পৌঁছালে আসামিরা অটোরিকশা চালকের মুখ চেপে জোর করে গাড়ি থেকে নামান। সেখানে হাত ও পা বেঁধে তাঁকে ভুট্টার জমিতে ফেলে দেয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশা নিয়ে চলে যায়। এ নিয়ে পরদিন রনি অজ্ঞাত চারজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করেন।
এই মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দরিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে অটোরিকশাটি খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১০ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে