Ajker Patrika

রাজশাহীতে প্রায় ৭ কেজি হেরোইনসহ তরুণ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে প্রায় ৭ কেজি হেরোইনসহ তরুণ গ্রেপ্তার 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ মো. আশিক (২৪) নামের এক তরুণকে আটক করেছে র‍্যাব। নগরীর মোল্লাপাড়া র‍্যাবের ক্যাম্পের একটি দল গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। তাঁর গ্রামের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকায়। আজ রোববার দুপুরে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। র‍্যাব গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির খোঁজ পায়। চক্রটির সদস্য আশিক ও তাঁর বাবা সাইফুল ভারত থেকে হেরোইন এনে রাতে কিছু সময়ের জন্য বাড়িতে রাখেন। র‍্যাবের গোয়েন্দারা বিষয়টির খবর পান। এরপর গতকাল শনিবার রাতে র‍্যাবের তিনটি দল দুর্গম চর এলাকায় তিন ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব সদস্যরা আশিকের বাড়ি ঘেরাও করেন। এ সময় কৌশলে সাইফুল পালিয়ে যান।

তবে ধরা পড়েন তার ছেলে আশিক। পরে তাঁর দেখানো জায়গা থেকে হেরোইন জব্দ করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় সাইফুলকে পলাতক আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার আশিককে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত