স্বাস্থ্যঝুঁকিতে কৃষক
মাথার ওপর তেতে উঠেছে গনগনে সূর্য। পিঠে বালাইনাশকের জার নিয়ে ধানখেতে স্প্রে করেই যাচ্ছেন মো. হাবিবুর (২৮)। হাফহাতা টি-শার্ট, হাতে গ্লাভস নেই, মুখে মাস্কও নেই। হাবিবুর জানালেন, ৪৫০ টাকায় দেড় বিঘা জমিতে বালাইনাশক দেওয়ার জন্য তিনি এসেছেন।