Ajker Patrika

স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩১
স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিগারেটের ছ্যাঁকা দিয়ে এক কিশোরকে নির্যাতনের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মেহেদী পলাশ (২৫)। গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামে তাঁর বাড়ি। আজ শনিবার বেলা ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত বুধবার (৭ সেপটেম্বর) সামিউল আলম (১৬) নামে এক স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং গোদাগাড়ী পৌরসভার গড়েরমাঠ মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। নির্যাতনের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় ওই দিন মামলা করেছিলেন ভুক্তভোগীর মা হালিমা বেগম। পরে আজ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা-পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী সামিউলকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুনেছিলাম, সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মামলার পলাতক অন্য পাঁচ এজাহারভুক্ত আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নির্যাতনের পর সামিউল আলম জানায়, মেহেদী পলাশের সঙ্গে তার চাচাতো বোন কথা বলত। সামিউল তার বোনকে মেহেদীর সঙ্গে কথা বলতে বারণ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে গোদাগাড়ীর ফায়ার সার্ভিসের মোড় থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে তাকে মারধর করে। পরে আবার মোটরসাইকেলে তুলে লস্করহাটি গ্রামের একটি ইটভাটায় নিয়ে ছয়-সাতজন মিলে তাকে নির্যাতন করে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। চড়-থাপ্পড়সহ লাঠি দিয়ে মারধর করা হয়। নির্যাতনের পর সামিউলকে দিয়েই তার বন্ধুদের ফোন করে ডেকে আনা হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত