Ajker Patrika

গোদাগাড়ীর ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ১২
গোদাগাড়ীর ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সাহেববাজার হয়ে মনিচত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে জিরো পয়েন্টে সমাবেশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম। জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখা এর আয়োজন করে।

বক্তব্য দেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্রিস্টিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী উপজেলার সাবেক সভাপতি নন্দলাল টুডু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ। 

এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন ন্যাপের রাজশাহী জেলার সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সালাউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র শহীদুল ইসলাম প্রমুখ। 

তাঁরা বলেন, গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘর নির্মাণ, শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণ, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণসহ ক্ষুদ্র ব্যবসায় জন্য এককালীন দেওয়া অর্থ নিয়ে নয়ছয় করা হচ্ছে। গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিও তিন বছর ধরে বন্ধ রয়েছে।

বক্তারা বলেন, ২০২১-২২ অর্থবছরে মুজিববর্ষে ঘর পাওয়া প্রায় প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দিয়ে ঘর নির্মাণশ্রমিকদের খাওয়ানো বাবদ ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করানো হয়েছে। তাঁরা এই টাকা ফেরত চান। তাঁরা আরও বলেন, ইউএনওর এসব বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলেও গুরুত্ব দেওয়া হয়নি। তাঁরা ইউএনওর অপসারণ দাবি করেন। 

এসব ব্যাপারে জানতে ইউএনও মো. জানে আলমকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত