Ajker Patrika

দুই কৃষকের আত্মহত্যা, শিক্ষক লাঞ্ছনার বছর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

বছরের শুরুতেই রাজশাহীর একটি স্কুলের প্রধান শিক্ষক এক নারী শিক্ষককে মারধর করেন। গত ২ জানুয়ারি গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী শিক্ষককে হাসপাতালে ভর্তি করতে হয়। বছরের শুরুতেই আলোচনায় আসে শিক্ষককে এভাবে নির্যাতন করার ঘটনা।

তারপর সারা বছরে আরও কয়েকটি শিক্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিত হয়েছেন কয়েকজন সাংবাদিক। রাজশাহীর এসব ঘটনা আলোচিত হয়েছে সারা দেশে। তবে সব আলোচনাকে ছাপিয়ে যায় ধানখেতে পানি না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষকের আত্মহত্যা। এ ছাড়া নানা কারণেই রাজশাহীতে এ বছর আলোচিত হয়েছে ছাত্রলীগের কর্মকাণ্ড।

বিদায়ী বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ থেকে বোরো ধানের খেতে সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যা। গত ২১ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাঁদের মৃত্যু হয়। পরে প্রমাণিত হয়েছে, তাঁরা পানি না পেয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে দায়ের করা দুটি আত্মহত্যার প্ররোচনার মামলায় বিএমডিএর বরখাস্ত হওয়া অপারেটরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এরপর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর এক কাণ্ড। গত ৭ জুলাই ব্যক্তিগত কার্যালয়ে এমপি ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে বেধড়ক পেটান।

এ নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ওই ঘটনার সত্যতা পেয়েছে। গত ৪ আগস্ট রাজশাহী নগরীর হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসি একই স্কুলের এক নারী সহকারী শিক্ষককে কান ধরে ওঠবস করান। এ নিয়ে তোলপাড় শুরু হলে শিক্ষা অফিস ঘটনার তদন্ত করে। এতে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়েছে শহর। ১ ফেব্রুয়ারি রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় মারা যান গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সে রাতেই ক্যাম্পাসে থাকা পাঁচটি ট্রাকে জ্বালিয়ে দেন।

গত ১৯ অক্টোবর রাবির হলের বারান্দা থেকে পড়ে নিহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার রহমান। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতে রাবি শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতালে সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি শাহরিয়ারকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতাল ভাঙচুর করেন। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা কয়েক দফা কর্মবিরতি পালন করেন।

রাবি শিক্ষার্থীরাও পাল্টা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এর মধ্যেই রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধনে অংশ নিয়ে রাবি শিক্ষার্থীদের বিষোদ্‌গার করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। হাসপাতাল ও রাবি কর্তৃপক্ষ পাল্টাপাল্টি মামলা করে। রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশার কুশপুতুল দাহ করে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

সাংবাদিক নির্যাতনের ঘটনাও এ বছর আলোচিত ছিল রাজশাহীতে। গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। এ নিয়ে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে।

২৬ মে বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মারামারি করছিলেন দলটির নেতা-কর্মীরা। ছবি তুলতে গেলে তাঁরা অন্তত ছয়জন সাংবাদিককে লাঞ্ছিত করেন। গত ১৮ নভেম্বর রাজশাহীর বিতর্কিত ‘হোটেল এক্স’-এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হন ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান।

বিদায়ী বছরে রাজশাহীতে আলোচনায় ছিল ছাত্রলীগ। বিশেষ করে রাবি ছাত্রলীগের নেতা-কর্মীদের একের পর এক অপকর্ম আলোচনায় এসেছে। জোর করে সাধারণ শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দিয়ে সিট দখল, সাইকেল চুরি, মাদকসহ ধরা পড়া, দোকানে বাকি খেয়ে টাকা না দেওয়া এবং ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডে জড়িত হিসেবে নাম এসে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। আর নানা নেতিবাচক কর্মকাণ্ডে বিতর্কের কারণে জেলা ছাত্রলীগের কমিটিই বাতিল করে কেন্দ্রীয় সংসদ।

নারী কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার সময় ‘আমি সব চিটারের সর্দার’ বলা একটি অডিও ক্লিপ গত নভেম্বরে ভাইরাল হয়ে বরখাস্ত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা। আর ফেনসিডিল সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর এক আদেশে পদ হারান সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। গত ২০ অক্টোবর সভাপতিকে বরখাস্ত ও সম্পাদককে অব্যাহতির পাশাপাশি কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত